বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad : ওড়িশাতে আক্রান্ত মুর্শিদাবাদের শ্রমিক, 'জিরো এফআইআর' করল জঙ্গিপুর পুলিশ 

Sumit | ২১ আগস্ট ২০২৪ ১৫ : ৪৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :  বাংলাদেশে সম্প্রতিক অশান্তির পর প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক জায়গা থেকে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। 

এই জেলার সামশেরগঞ্জ, সাগরদিঘি, সুতি, হরিহরপাড়া সহ একাধিক এলাকা থেকে অসংখ্য মানুষ বর্তমানে পরিযায়ী শ্রমিক, হকার বা অন্যান্য বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে ওড়িশাতে  কর্মরত রয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে ভাষাগত কারণে মুর্শিদাবাদ জেলার অনেক শ্রমিককে বাংলাদেশী নাগরিক সন্দেহে ওড়িশাতে মারধর করা হচ্ছে এবং  জোর করে নিজেদের কর্মস্থল ছেড়ে রাজ্যে ফিরে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। 

 

পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওড়িশাতে আক্রান্ত হওয়ার ঘটনায় এবার বড় পদক্ষেপ করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকেরা। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক বাসিন্দাকে ওড়িশাতে বাংলাদেশী সন্দেহে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সুতি থানাতে একটি 'জিরো এফআইআর' করা হয়েছে। মারধরের ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে 'জিরো এফআইআর'টি জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের অফিসের মাধ্যমে ওড়িশার সংশ্লিষ্ট থানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," সাম্প্রতিক সময়ে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর হামলার কয়েকটি ঘটনা আমরা জানতে পেরেছি। তার মধ্যে সুতি থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে মারধরের ঘটনার জন্য সংশ্লিষ্ট থানাতে একটি 'জিরো এফআইআর' করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য 'জিরো এফআইআর'টি ওড়িশার সংশ্লিষ্ট থানাতে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

 

পুলিশ সুপার জানান, "বিভিন্ন মাধ্যম থেকে আমরা ছ'টি তথ্যের ভিত্তিতে ওড়িশাতে কর্মরত প্রায় ৫১ জন পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে মুর্শিদাবাদ জেলাতে ফিরিয়ে আনতে পেরেছি। এর পাশাপাশি ওই রাজ্যে যাদেরকে বাংলাদেশী হিসেবে সন্দেহ করা হচ্ছে করা হচ্ছিল, মুর্শিদাবাদের এমন অনেক বাসিন্দার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি- পত্র আমরা ওড়িশার সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানোর ব্যবস্থা করেছি।" 

 

পুলিশের অনুমান ওড়িশাতে সাম্প্রতিক অশান্তির জেরে সেই রাজ্য থেকে কয়েক হাজার বাঙালি পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শিল্পে কর্মরত বাংলা ভাষাভাষী মানুষ মুর্শিদাবাদ জেলাতে ফিরে এসেছেন। 

 

পুলিশ সুপার জানিয়েছেন ,"সাধারণ মানুষের জন্য ইতিমধ্যেই আমরা সমাজমাধ্যমে কয়েকটি ফোন নম্বর শেয়ার করেছে। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত যে কোনও থানা এলাকার বাসিন্দা বা তাদের পরিচিতরা ওড়িশাতে কাজ করতে গিয়ে বিপদে পড়লে ওই নম্বরগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদেরকে নিরাপদে এই রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করব।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



08 24