সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২১ আগস্ট ২০২৪ ১৫ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বাংলাদেশে সম্প্রতিক অশান্তির পর প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক জায়গা থেকে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
এই জেলার সামশেরগঞ্জ, সাগরদিঘি, সুতি, হরিহরপাড়া সহ একাধিক এলাকা থেকে অসংখ্য মানুষ বর্তমানে পরিযায়ী শ্রমিক, হকার বা অন্যান্য বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে ওড়িশাতে কর্মরত রয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে ভাষাগত কারণে মুর্শিদাবাদ জেলার অনেক শ্রমিককে বাংলাদেশী নাগরিক সন্দেহে ওড়িশাতে মারধর করা হচ্ছে এবং জোর করে নিজেদের কর্মস্থল ছেড়ে রাজ্যে ফিরে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে।
পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওড়িশাতে আক্রান্ত হওয়ার ঘটনায় এবার বড় পদক্ষেপ করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকেরা। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক বাসিন্দাকে ওড়িশাতে বাংলাদেশী সন্দেহে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সুতি থানাতে একটি 'জিরো এফআইআর' করা হয়েছে। মারধরের ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে 'জিরো এফআইআর'টি জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের অফিসের মাধ্যমে ওড়িশার সংশ্লিষ্ট থানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," সাম্প্রতিক সময়ে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর হামলার কয়েকটি ঘটনা আমরা জানতে পেরেছি। তার মধ্যে সুতি থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে মারধরের ঘটনার জন্য সংশ্লিষ্ট থানাতে একটি 'জিরো এফআইআর' করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য 'জিরো এফআইআর'টি ওড়িশার সংশ্লিষ্ট থানাতে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, "বিভিন্ন মাধ্যম থেকে আমরা ছ'টি তথ্যের ভিত্তিতে ওড়িশাতে কর্মরত প্রায় ৫১ জন পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে মুর্শিদাবাদ জেলাতে ফিরিয়ে আনতে পেরেছি। এর পাশাপাশি ওই রাজ্যে যাদেরকে বাংলাদেশী হিসেবে সন্দেহ করা হচ্ছে করা হচ্ছিল, মুর্শিদাবাদের এমন অনেক বাসিন্দার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি- পত্র আমরা ওড়িশার সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানোর ব্যবস্থা করেছি।"
পুলিশের অনুমান ওড়িশাতে সাম্প্রতিক অশান্তির জেরে সেই রাজ্য থেকে কয়েক হাজার বাঙালি পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শিল্পে কর্মরত বাংলা ভাষাভাষী মানুষ মুর্শিদাবাদ জেলাতে ফিরে এসেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন ,"সাধারণ মানুষের জন্য ইতিমধ্যেই আমরা সমাজমাধ্যমে কয়েকটি ফোন নম্বর শেয়ার করেছে। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত যে কোনও থানা এলাকার বাসিন্দা বা তাদের পরিচিতরা ওড়িশাতে কাজ করতে গিয়ে বিপদে পড়লে ওই নম্বরগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদেরকে নিরাপদে এই রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করব।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...